Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on February 15, 2012, 07:23:16 AM

Title: Change background of your pendrive easily
Post by: bbasujon on February 15, 2012, 07:23:16 AM
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি ট্রিকস, যার মাধ্যমে আপনি আপনার পেনড্রাইভ বা যেকোন ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে যে কোন ছবি এড করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। ব্যাকগ্রাউন্ডে যে কোন ছবি সেট করার জন্য প্রখমে নিচের কোডটি Copy করে Paste করুন Notepad এ-
Save করুন Pen drive এ desktop.ini নামে

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
ICONAREA_IMAGE=techinfobd.jpg
ICONAREA_TEXT=255

এইবার আপনার নায়কের মতো ছবিটি নিয়ে যান Pen drive এ, আর Rename করে নাম দিন techinfobd.jpg
ব্যাস কাজ শেষ, Window Close করে আবার Pen drive টি Open করুন ।