Daffodil Computers Ltd.

E-Health / Protect Your Health => For All / Others => Topic started by: bbasujon on January 16, 2012, 08:14:28 PM

Title: স্বাস্থ্যবিষয়ক বই
Post by: bbasujon on January 16, 2012, 08:14:28 PM
হার্ট অ্যাটাক ও স্ট্রোক জানাঅজানা
লেখকঃ ডা· তৃপ্তীশ চন্দ্র ঘোষ, প্রকাশকঃ হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা; দামঃ ৭৫ টাকা
সম্প্রতি বাজারে এসেছে হার্ট অ্যাটাক ও স্ট্রোক জানাঅজানা বইটি। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্তদের জন্য বইটি লেখা হলেও এটি কাজে আসবে যেকোনো লোকেরই। বিশেষ করে যারা মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগীদের সেবায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া হৃদরোগের ঝুঁকিতে রয়েছে, এমন লোকেরাও এই বইটি থেকে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা পাবে, যা অনুসরণ করে হয়তো তারা মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগের ঝুঁকি থেকে বের হয়ে আসতে পারবে।

দাঁত ও মুখের রোগের সাথে দেহের রোগের সম্পর্ক
লেখকঃ অধ্যাপক অরূপ রতন চৌধুরী
প্রকাশকঃ আগামী প্রকাশনী, ৩৬ বাংলাবাজার, ঢাকা; দামঃ ১৫০ টাকা
দাঁত ও মুখের রোগের সাথে দেহের রোগের সম্পর্ক বইটি বাজারে এসেছে। এতে দাঁত ও মুখের প্রধান রোগসহ এর খুঁটিনাটি নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দাঁত ও মুখের রোগের সঙ্গে শরীরের অন্যান্য অংশের রোগের সম্পর্ক নিয়ে। প্রতিটি রোগই আলাদা অধ্যায়ে বিন্যস্ত করে আলোচনা করা হয়েছে। এ ছাড়া মুখে কৃত্রিম দাঁত সংযোজন এবং মুখের ক্যান্সার নিয়ে রয়েছে বিশেষ অংশ।

আপনার সন্তান খেতে চায় না, কিভাবে খাওয়াবেন
লেখকঃ ডা· গোলাম মোর্শেদ
প্রকাশকঃ স্বাস্থ্যলোক, ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা;
দামঃ ১৫০ টাকা
শিশুর খাওয়াদাওয়াবিষয়ক সমস্যা ও এর প্রতিকার নিয়ে বাজারে এসেছে আপনার সন্তান খেতে চায় না, কিভাবে খাওয়াবেন’ বইটি। খেতে অনীহা রয়েছে যেসব শিশুর, বিশেষ করে তাদের অভিভাবকদের জন্য বইটি বেশি কাজে আসবে। বইটিতে বিভিন্ন বয়সী শিশুদের জন্য আলাদাভাবে সুষম খাবারের তালিকা দেওয়া আছে। রয়েছে শিশুর জন্য ভালো নয় (যেমন ফাস্টফুড) এমন খাবারের তালিকা। কীভাবে বিভিন্ন খাবারের আসক্তি থেকে শিশুকে ফেরানো যায় তাও বলা হয়েছে। নবজাতকের খাবার নিয়েও রয়েছে আলাদা অধ্যায়। বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি, বুকের দুধের পাশাপাশি শিশুর সুষম খাবার প্রভৃতি নিয়ে রয়েছে জরুরি তথ্য।

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২২, ২০০৯