Daffodil Computers Ltd.
Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 14, 2012, 09:00:09 AM
-
আমার পিসি-র বিবরণ:
প্রসেসর - কোর টু ডুয়ো ২.২ গিগা হার্জ
মাদার বোর্ড - INTEL G41TY
বর্তমান অপারেটিং সিস্টেম - উবুন্টু ৯.১০ ও এক্সপি
বর্তমান এন্টিভাইরাস - BitDefender Internet Security 2009 (জেনুইন)
বর্তমান র্যাম - ২ গিগা (৮০০বাস)
গ্রাফিক্স কার্ড - অন বোর্ড (১গিগা)
ল্যান কার্ড - ২টা; অন বোর্ড এবং TP Link (সম্ভবত নস্ট)
মেশিনের বয়স - ৩ বছর (প্রায়)।
সাভিসিং রেকর্ড - হ্যাঁ।
কয়বার - একবার। প্রায় এক বছর আগে মাদার বোড চেঞ্জ করতে হয়েছিল। আগেটা হঠাৎ ডেড হয়ে গিয়েছিল।
কোন বিশেষ ঘটনা বা সফটওয়্যারের ইনস্টল করার পর থেকে এমন হচ্ছে কিনা? - অনিশ্চিত।
আগে PPPoE ইন্টারনেট কানেক্শন ছিল যা ৩ মাস আগে সার্ভিসনেম যুক্ত করায বার বার উবুন্টুতে সমস্যা দিত। আইএসপি বলে তারা উইন্ডোজ ছাড়া অন্য কোন ওএস-এ সার্পোট দিবে না। গ্রাফিক্যাল ভাবে PPPoE কনফিগর করার সময় apply for all user এ ক্লিক না করলে ঠিক মতই কাজ করে।
তাই পূর্নরায় উবুন্টু ৯.১০ ইন্সটল করতে যাই... তখন দেখি জিপার্টেড-এ হার্ডডিক্স Unallocated দেখাচ্ছে। এরকম সমস্যা আগেও হয়েছে, এই টপিক দেখুন।
উবুন্টু লিনাক্সের ext4 এবং এক্সপি NTFS পার্টিশন উভয়ই প্রাইমারী হয়েছিল। এ্যাক্রোনিস পার্টিশন ম্যানেজারের লাইভ সিডি দিয়ে বুট করে উবুন্টু ext4 ডিলিট করে সমাধান করি।
আমার হার্ডডিস্কের পার্টিশন লে-আউট:
১।প্রাইমারি পার্টিশন(এক্সপি) (NTFS)
২।এক্সটেন্ডেড পার্টিশন.....
----ক)লজিক্যাল (ext4)
----খ)লজিক্যাল (swap)
----গ)লজিক্যাল (NTFS)
----গ)লজিক্যাল (NTFS)
----গ)লজিক্যাল (NTFS)
----গ)লজিক্যাল (NTFS)
মুল সমস্যা
প্রায় পিসি অন করে দেখি Grub loading... তারপর কিছুক্ষন পর Grub loading error দেখিয়ে ব্লাক স্ক্রীন হয়ে থাকে কিছুই দেখায় না। পিসি রিস্টার দিলেও কোন লাভ হয় না, ফলাফল একই। BIOS এ গিয়ে দেখি হার্ডডিক্স Not install দেখায়। এই পোস্ট অনুযায়ী কেসিং খুলে সাটা কেবল পরির্বতন করে নতুন একটা লাগিয়ে দিলে ৩/৪ দিন ঠিক থাকে... তারপর আবার একই সমস্যা দেয়।
এভাবে কি সাটা কেবল পরির্বতন করে করে পিসি চালাবো? এর কি কোন সমাধান নাই?
তাছাড়া উইন্ডোজ এবং উবুন্টু ঘন ঘন ১০/১৫ সেকেন্ডের জন্য হ্যাং করে। পিসি চালাতেই ইচ্ছা করে না।
আর একটা কথা পিসি চালু করার পর উইন্ডোজ এক্সপি দিলে (লগঅন স্ক্রীন এর পূর্বে) অটো স্ক্যানডিক্স চালু হয় এবং ইন্ডেক্স ফাইল এর বিভিন্ন ইরর গুলা ফিক্স করে।
-
কাছাকাছি এইরকম একটা সমস্যায় পড়েছিলাম কিছুদিন আগে । আগের হার্ডডিস্কটা বিদ্যুত সমস্যায় পুড়ে যাওয়ার পর কাজ চালাতে আরেকজনের একটা পুরানো হার্ডডিস্ক আনি । মিন্ট ইন্সটল কিছুতেই হচ্ছিলনা , যেটা রুট রেখেছিলাম তা ইনস্টলের ফরম্যাটিংয়ের পর আনলোকেটেড দেখাত । এমনকি ফরম্যাটও করতে দিতনা । শেষে লাইভে জিপার্টেডে ext3 তে ফরম্যাট করে ফিক্স এরর দিলাম । যদিও রেজাল্ট দেখালো যে ফিক্সিংয়ে কোন আন-একস্পেক্টেড কিছু হয়েছে , কিন্তু পরে আর সমস্যা করে নি । এখন বহাল তবিয়্যতে চলছে ।
যার কাছ থেকে এনেছিলাম তিনি জানিয়েছিলেন যে ড্রাইভটা ঠিক মত কাজ করে না , আগে দুইটা পার্টিশন দেখাত না ... কিন্তু ঐটার পর আমি পুরোদমে চালাচ্ছি , কোন সমস্যা হচ্ছে না ।
ext4 এর একটা সমস্যা আছে ( ঠিক সমস্যা না , ফিচার । কিন্তু আমাদের জন্য সমস্যা ) এটা ডিস্কে ৫% ক্যাশ তৈরি করে । যার কারনে হঠাত কারেন্ট চলে গেলে সমস্যা হয় :s)
-
কাল সারা রাত উইন্ডোজে Auslogics Disk Defrag দিয়ে দুইটা ছোট সাইজের ড্রাইভ ডিফ্রাগ করায় এখন আর হ্যাং হয় না। কিন্তু পিসি এমন স্লো হইছে... এই পোস্ট লেখতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
বেস্ট ডিক্স ডিফ্রাগমেন্ট সফটওয়্যার কোনটা? উইন্ডোজের ডিফল্ট টা নাকি অন্য কোনটা আছে?