Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 14, 2012, 05:12:41 AM

Title: নেট কানেকশান চেক করার সহজতম পদ্ধতি
Post by: bbasujon on January 14, 2012, 05:12:41 AM
যার ইন্টারনেট ব্যাবহার করি, সেটা ক্যাবল ব্রডব্যান্ড বা ওয়াইফাই বা ওয়াইম্যাক্স বা এজ মডেম কানেকশান হোক না কেন, মাঝে মাঝে নেটের কানেকশানের সমস্যা হয়ই।
তো সেটা হয়তো বুঝতে সময় লাগে,
তখন আপনাকে আই এস পি প্রদত্ত পিং দিয়ে রান এ চেক করতে হয়, যা একেক জনের একেকটা হয়ে থাকে।
যেমন আমারটা 193.16X.11X.1 -t দিয়ে পিং করাতে হয়।

কিন্তু আমি এখন একটা ইউনিভার্সাল পিং এড্রেস দিব
তাহল ping 8.8.4.4 -t

রান এ গিয়ে যদি আমরা এই পিং দিয়ে ওকে করি তাহলে দুই রকম রেজাল্ট আসবে
১. Reply From..............................
২. Request not confirmed

তো যাদের নেট কানেকশান ঠিক আছে তার ১ নাম্বার রেজাল্ট দেখতে পাবেন

আর যাদের নেট কানেকশান ঠিক নাই তারা ২য় টি দেখতে পাবেন,

তো এখনি চেক করুন আপনার কানেকশানটি