Daffodil Computers Ltd.
E-Health / Protect Your Health => E- Health For Child => Topic started by: bbasujon on January 12, 2012, 06:22:12 AM
-
ডা· প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ
এক·
শিশুর বয়স তিন বছর পেরোলে বড়দের মতো পদ্ধতিতে রক্তচাপ নির্ণয় করা সম্ভব। তার নিচের বয়সে এটি বেশ কষ্টকর। কখনো কখনো ঘুম পাড়িয়ে দেওয়ার মতো ব্যবস্থাও অবলম্বন করতে হতে পারে।
দুই·
রক্তচাপ মাপার কাফ এমন সাইজের হতে হবে, যেন তা বাহুর দুই-তৃতীয়াংশ ঢেকে রাখে। বাজারে এ জন্য ৫ সেন্টিমিটার (র্২র্ ) ও ৭ দশমিক ৫ সেন্টিমিটার (র্৩র্ ) সাইজের কাফ পাওয়া যায়।
পায়ে অসকালটেটরি পদ্ধতিতে রক্তচাপ নির্ণয় করা কঠিন।
বেবি ও টোডলারস বয়সে পলিপেইরি মেথডে সিস্টোলিক রক্তচাপ দেখা হয়, কিন্তু এ দুটোর কোনোটাই সম্ভব না হলে ফ্লাশ মেথডে রক্তচাপ দেখা হয়। এ ছাড়া কিছু অটোমেটিক পদ্ধতিও আছে, যেগুলোর সাহায্যে শিশুর রক্তচাপ মেপে দেখা হয়।
তিন·
বয়সভেদে শিশুর স্বাভাবিক রক্তচাপ নি্নরূপ-
নবজাতক (ফ্লাশ মেথড) ৩৫-৮৫ মি·মি· পারদ
ইনফ্যান্সি (সিস্টোলিক/ডায়াস্টোলিক) ৮০/৮৫ মি·মি· পারদ
প্রি-স্কুল চাইল্ড (সিস্টোলিক/ডায়াস্টোলিক) ৮৫/৬০ মি·মি· পারদ
স্কুল চাইল্ড (সিস্টোলিক/ডায়াস্টোলিক) ৯০/৬০ মি·মি· পারদ
সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুন ২৫, ২০০৮