Daffodil Computers Ltd.

Mobile Phone => Mobile Phone => Topic started by: bbasujon on January 18, 2012, 07:07:47 AM

Title: রবি গ্রাহকগন মিস কল এলার্ট এর সুবিধা পাবেন
Post by: bbasujon on January 18, 2012, 07:07:47 AM
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল।যারা রবি সিম ব্যবহর করেন তাদের জন্য আমার এ টিউন ।রবি মিস কল এলার্ট চালু করেছে।আপনার মোবাইল বন্ধ থাকলে বা নেটওয়ার্কের বাহিরে থাকলে কোন সমস্যা নেই। এই এলার্ট আপনার মোবাইল টি খোলার পর এসএমএস এর মাধ্যমে সকল ইনকামিং কল সম্পকে জানিয়ে দেবে। রবি মিস কল এলার্ট সেবাটির মাধ্যমে রবি গ্রাহকগণ যখন নেটওয়ার্কের বাইরে থাকবে কিংবা তাদের মোবইল বন্ধ থাকবে তখন আপনকে কে ফোন করেছে কলগুলো সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর দেরি না করে সেবাটি চালু করে নিন।

কিভাবে সেবাটি চালু করবেনঃ

১ম, মেসেজ আপশনে যান reg লিখুন 8272 নাম্বারে পাঠান নিশ্চিত করন এস এম এস পাবেন।
২য়, মেনুর মাধ্যমে চালু করতে পারেন এজন্য *180*2*1# এ ডায়াল করুন এবং রেজিষ্টশন নির্বাচন করুন।
কিভাবে সেবাটি বাতিল করবেনঃ
১. আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
২. off লিখুন
৩. ৮২৭২ নম্বরে এসএমএস পাঠান।

অফটঃ
৮২৭২ নম্বরে এসএমএস পাঠাতে স্বাভাবিক এসএমএস চার্জ প্রযোজ্য।

যখন আপনি রবি মিস কল এলার্ট সেবাটির চালু করবেন, তখন আপনার মোবাইলফোন অনুযায়ী আউটগোয়িং কলের ক্ষেত্রে কল ডাইভার্টিং ফরওয়ার্ডিং এর বিভিন্ন বার্তা দেখতে পাবেন। এজন্য আপনার কোন কিছু করার প্রয়োজন নেই।দয়া করে আপনার মোবাইলফোনের ডাইভার্টিং ফরওয়ার্ডিং সেটিং পরিবর্তন করবেন না।সবাই ভালো থাকবেন............ধন্যবাদ