Daffodil Computers Ltd.

Mobile Phone => Mobile Phone => Topic started by: bbasujon on January 14, 2012, 06:34:02 AM

Title: গ্রামীনফোন মোডেমে ব্যালেন্স জানার প্লাগই
Post by: bbasujon on January 14, 2012, 06:34:02 AM
দেশে ওয়াইম্যাক্স বিপ্লব! ঘটলেও মোবাইল ইন্টারনেটের চাহিদা একটুও কমেনি বরং জিপিআরএস/ এইজ স্বল্প গতির ইন্টারনেট হলেও নেটওয়ার্ক বিস্তৃতি আর সহজলভ্যতার কারনে সাধারন মানুষ মোবাইল ইন্টারনেট সেবার দিকে ঝুকছে। আর মোবাইল অপারেটর গুলোও ইন্টারনেট সেবা প্রদানের জন্য নিত্যনতুন ডিভাইস/ প্যাকেজ বাজারে ছাড়ছে। সেই ধারাবাহিকতায় দেশের সবচাইতে বড় সেলুলার অপারেটর গ্রামীনফোন তাদের ইন্টারনেট পরিসেবা দেওয়ার লক্ষে গ্রামীনফোন মোডেম বাজারজাত করে। ডিভাইস গুলো গ্রামীনফোন মোডেম নামে পরিচিত হলেও এগুলোর নির্মাতা মূলত চীনের Huawei ও ZTE । ZTE মোডেম থেকে Huawei মোডেম গুনগত মান সম্পন্ন হওয়ায় গ্রামীনফোন তাদের বেশির ভাগ মোডেম হুয়াওয়ে থেকে সরবরাহ করেছে। আর বিশ্বব্যাপী কম মূল্যে মান সম্পন্ন ডিভাইস তৈরীর ক্ষেত্রে হুয়াওয়ের সুনাম রয়েছে। গ্রামীনফোন এ পর্যন্ত হুয়াওয়ে থেকে দুইটি মডেলের মোডেম বাজারজাত করে। মডেল দুটি হলোঃ Huawei EG162G এবং Huawei E1550। বর্তমান গ্রাহকরা যারা গ্রামীনফোন নিউ জেনারেশন নামে যে মোডেমটি কিনেছেন সেটি Huawei E1550, নিউ জেনারেশন মোডেম বলা হলেও আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় রাখা হয়েছে। তার প্রধান কারন আধুনিক ফিচার সমৃদ্ধ সক্রিয় অবস্থায় কিনতে হলে এর মূল্যমান বেশী হয়ে যায় যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই মোডেম গুলোতে আধুনিক সকল সুবিধা থাকা সত্ত্বেও স্বল্প মূল্যে সরবরাহ করার কারনে মোডেম গুলোর ভেন্ডর হুয়াওয়ে আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় করে রেখেছে। দুটি মোডেমই গুনগত মানসম্পন্ন এবং আধুনিক ফিচার যেমনঃ ইউটিএমএস সাপোর্ট, ফোনকল, ভিডিওকল, কল রেকর্ড, এমএমএস, এসটিকে (সিম টুল কিট), সেল ব্রডকাস্ট, ইউএসএসডি ইনফো, ব্যাকআপ সহ আর অনেক সেবা সমূহ সমর্থন করে। এগুলো সক্রিয় করার জন্য প্রয়োজন ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন। কিন্তু তা করতে গেলে ওয়ারেন্টি বাতিল হবে এছাড়া মোডেমটি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন যাবৎ ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন না করে কিভাবে আধুনিক সেবাসমূহ সক্রিয় করা যায় তার চেষ্টা করে আসছি। বেশ কিছু সার্ভিস সক্রিয় করতে সমর্থ হয়েছি এবং বাকি গুলোও সক্রিয় করতে সমর্থ হব বলে প্রত্যয় ব্যক্ত করছি। প্রাথমিক ভাবে আমি USSD (Unstructured Supplementary Service Data) সক্রিয় করার প্লাগইনস অবমুক্ত করছি। ইউএসএসডি সার্ভিস সক্রিয় করার প্লাগইনস ব্যাবহারের মাধ্যমে আপনি খুব সহজেই প্রি-পেইড কার্ড রিচার্জ, ব্যালেন্স জানা, বিভিন্ন প্যাকেজের ব্যাবহারসীমা সহ সকল USSD সার্ভিস সমূহ উপভোগ করতে পারবেন। আর যারা গ্রামীনফোন ইন্টারনেট সিম ব্যাবহার করেন তারাও বেশ উপকৃত হবেন। কেননা এই সংযোগে ইন্টারনেট ব্যাবহার আর ব্যাবহারসীমা জানা ছাড়া আর সব সার্ভিস নিস্ক্রিয় রাখা হয়েছে। তাও আবার জানার জন্য নানা রকম ঝক্কি ঝামেলা পোহাতে হত। এখন তা থেকে মুক্তি পাওয়া যাবে। গ্রামীনফোন থেকে সরবরাহকৃত Huawei EG162G এবং Huawei E1550 দুইটি মোডেমেরই USSD প্লাগইনস আলাদা ভাবে দেওয়া হলো।

(http://i941.photobucket.com/albums/ad256/rafatulhasan/GP-1.png)

Huawei EG162G এর লিঙ্ক সমূহঃ (সাইজ ৯৪ কিলোবাইট)
http://www.mediafire.com/?iymybd23k5z
মিররঃ http://hotfile.com/dl/45910987/f8b283e/ ... m.zip.html
মিররঃ http://rapidshare.com/files/395220857/U ... _Modem.zip


Huawei E1550 এর লিঙ্ক সমূহঃ (সাইজ ৩৫৫ কিলোবাইট)
http://www.mediafire.com/?enymmj2gtkn
মিররঃ http://hotfile.com/dl/45911307/6abf171/ ... m.zip.html
মিররঃ http://rapidshare.com/files/395226837/U ... _Modem.zip


রাফাতুল হাসান সাগর
ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং