Daffodil Computers Ltd.

Networking, Internet, Wireless => E-mail => Topic started by: bbasujon on January 10, 2012, 10:48:45 AM

Title: আপনার Hotmail একাউন্ট থেকেই চেক করুন অন্যান্য
Post by: bbasujon on January 10, 2012, 10:48:45 AM
আপনার Hotmail একাউন্ট থেকেই চেক করুন অন্যান্য

পনার Hotmail এর একাউন্ট ব্যবহার করেই খুব সহজে আপনি Gmail, Yahoo! Mail, AOL mail সহ সব মেইল পড়তে এবং রিপ্লাই দিতে পারবেন। একবার সেটাপ করে দেওয়ার পর হটমেইলে লগিন করলেই আপনি সবগুলো একাউন্টের মেইল দেখতে পাবেন, এর জন্য প্রত্যেকটা একাউন্টে বারবার লগির করার দরকার হবে না। এটা কনফিগার করার জন্য প্রথমে আপনার হটমেইল একাউন্টে লগিন করুন। বাম পাশে Add an e-mail account এ ক্লিক করুন।
(http://www.windowslive.co.uk/CDN/I/8/oneinbox/screenshot_1.jpg)

আপনার যে একাউন্টের মেইল দেখতে চান তার E-mail address এবং Password দিন। Next এ ক্লিক করুন।

(http://www.windowslive.co.uk/CDN/I/8/oneinbox/screenshot_2.jpg)

বাই-ডিফল্ট একটা ফোল্ডার নেম দেখাবে। Save এ ক্লিক করুন।
(http://www.windowslive.co.uk/CDN/I/8/oneinbox/screenshot_3.jpg)

এখন থেকে আপনি সেই ফোল্ডারটার অধীনে মেইলগুলো দেখতে পাবেন।