Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 14, 2012, 07:09:11 AM

Title: রিপার ছাড়াই অডিও সিডি রিপ করুন (লিনাক্সে)
Post by: bbasujon on January 14, 2012, 07:09:11 AM
সাধারণত অডিও সিডি থেকে হার্ডডিস্কে সরাসরি কপি করে সেটা শোনা যায় না। আমাদেরকে কোনো রিপার দিয়ে mp3 কিংবা অন্য কোনো ফরমেটে রিপ করতে হয়। লিনাক্সে sound juicer, Asunder CD Ripper, k3b ইত্যাদি দিয়ে রিপ করতে হয়। কিন্তু আপনার পিসিতে রিপার ইন্সটল করা না থাকলে কি রিপ করা যাবে না ? :P আসুন একটু অন্যভাবে সিডি রিপ করি।
এর জন্য আমাদের lame(mp3 করার জন্য) এবং flac(flac ফরমেট করার জন্য) ইন্সটল করা থাকতে হবে।

যেভাবে করবেনঃ
১ সিডি-রমে সিডি ঢুকিয়ে সেখান থেকে wav ফাইলগুলো অন্য কোনো ফোল্ডারে কপি করুন।
২ মনে করি সেই ফোল্ডারটি ডেস্কটপে আছে। ফোল্ডারটির নাম myrip।
৩ এবার টার্মিনালে cd কমান্ডের মাধ্যমে সেই ফোল্ডারে যান। এক্ষেত্রে হবেঃ

কোড: সব গুলো নির্বাচন করুন
    cd Desktop/myrip/