Create your Own Website > CSS style

More than anything, CSS 10 in tips

(1/1)

bbasujon:
১. শর্ট হ্যান্ড কোডিং

কোড লিখুন শর্ট হ্যান্ডে এতে দ্রুত কাজ হয় যেমন-

/* MARGIN */
h1 {margin:1em 0 2em 0.5em;}

h1 {margin-top:1em;
      margin-right:0;
      margin-bottom:2em;
      margin-left:0.5em;
}

/* BORDER */
h1 {border:1px solid #000;}

h1 {border-width:1px;
    border-style:solid;
    border-color:#000;
}

/* BORDER WIDTH */
h1 {border-width:1px 2px 3px 4px;}

h1 {border-top-width:1px;
   border-right-width:2px;
   border-bottom-width:3px;
   border-left-width:4px;
}

/* BACKGROUND */
div   {background:#f00 url(background.gif) no-repeat fixed 0 0;}

div   {background-color:#f00;
    background-image:url(background.gif);
    background-repeat:no-repeat;
    background-attachment:fixed;
    background-position:0 0;
}

/* FONT */
h1 {font:italic small-caps bold 1em/140% "Lucida Grande",sans-serif;}

h1 {font-style:italic;
   font-variant:small-caps;
   font-weight:bold;
   font-size:1em;
   line-height:140%;
   font-family:"Lucida Grande",sans-serif;
}

/* LIST STYLE */
ul {list-style:square inside url(image.gif);}

ul {list-style-type:square;
   list-style-position:inside;
   list-style-image:url(image.gif);
}

/* OUTLINE */
h1 {outline:#f00 solid 2px;}

h1 {outline-color:#f00;
   outline-style:solid;
   outline-width:2px;
}

২. classএবং id ‘র সঠিক ব্যবহার পদ্ধতি

id প্রকাশের ক্ষেত্রে # এবং class প্রকাশের ক্ষেত্রে . ব্যবহৃত হয়। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন।
৩. টেবিলের ব্যবহার ভুলে যান

টেবিল ব্যবহারের অনেক গুলো অসুবিধা আছে যা পরে বলবো। আপাতত: জেনে রাখুন,টেবিল অনেক স্লো এবং এর ব্যাবহারে চেয়ে div ব্যাবহার করুন।
৪. সিএসএস টুলের ব্যবহার

সিএসএস ভুলগুলো শুধরে নিন নিচের টুলগুলো ব্যবহার করে।


FireFox Web Developer, DOM Inspector, Internet Explorer Developer Toolbar, and Firebug.
৫. !important এর ব্যবহার

আপনার মনে হতে পারে কোন কোড পরিবর্তনে সমস্যা হতে পারে সেই কোডের সাথে জুরে দিন !important ঠিক এইভাবে-
.page { background-color:blue !important; background-color:red;}
৬. সিএসএস দিয়ে ফর্ম ডিজাইন করা

সিএসএস দিয়ে ফর্ম ডিজাইন করুন
৭. লিঙ্ক ও টেক্সট বক্সের হাইলাইট বন্ধ করুন

a, input {
outline:none;
}
৮. লিঙ্কের সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা করুন

নিচের মতো করে লিংকের ডিজাইন করুন
a:link {
color: #000;
text-decoration: underline
}
a:visited {
color: #666;
}
a:hover {
color: #333;
text-decoration: none;
}
a:active {
color: #333;
text-decoration: none;
}

a, input {
outline:none;
}
৯. একসাথে কোডিং করুন যেমন-

h1, h2, h3, h4, h5, h6 {
font-family:arial;
margin:0.5em 0;
padding:0;
}
১০. সিএসএস এর উপর অনলাইনে পড়ালেখা করুন

পড়ালেখার নাকি বিকল্প নেই । তাই পড়ালেখা করুন নিচের সাইটগুলো দেখুন

    CSS Remix
    CSS Reboot
    CSS Beauty
    CSS Elite
    CSS Mania
    CSS Leak

সিএসএস টিউটরিয়াল সূচিপত্র:

CSS টিউটরিয়াল (প্রাথমিক ধারণা ও সহজ একটি প্রজেক্ট)

সিএসএস সিন্টেক্স (কোড লেখার নিয়ম কানুন) CSS পাঠ-২

ব্যাগ্রাউন্ড ও টেক্সটের ডিজাইনে আনুন নতুন মাত্রা

সুন্দর সুন্দর বক্স মডেল

সহজেই বানিয়ে ফেলি ছবির গ্যালারী

বেশি কিছু না, সিএসএস (CSS) ১০টি টিপস

৭ টি সিএসএস গরম মসলা
কৃতজ্ঞতা
hongkiat
queness

ট্যাগ: টিপস, সিএসএস, সিএসএস (CSS)
প্রকাশ তারিখঃ মার্চ 6, 2010 সময় 3:15 অপরাহ্ন বিভাগঃ সিএসএস (CSS)

শেয়ার করুন12
লেখক: মাহবুব টিউটো। লেখকের আর এস এস ফিড|http://tutorialbd.com/bn
তিনি টিউটোরিয়ালবিডির লেখক ও সম্পাদক। ১৯৮৩ সালে জন্ম । পড়ালেখার করেন ঢাকায়। ২০০৫ সালে স্নাতক পাস করেন। তিনি বেশ কিছু বাংলা ও ইংরেজী ব্লগের সাথে জরিত আছেন। বর্তমানে তিনি কনকর্ডগ্রুপে কর্মরত আছেন। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন।
তিনি আমাদের জন্য 266টি টিউটোরিয়াল লেখেন এবং 577টি মন্তব্য প্রদান করেন। তার স্কোর 22.97% । মাহবুব টিউটো এর পাতায় আপনাদের আমন্ত্রন।
8 টি মতামত | বেশি কিছু না, সিএসএস (CSS) ১০টি টিপস দেখুন:সিএসএস টিউটরিয়াল-৫

    বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ৭ টি সিএসএস গরম মসলা on মার্চ 10, 2010 at 5:37 অপরাহ্ন

    [...] আন্ডার লাইনের পরিবর্তে নিচের মতো করে প্যারার হেডলাইনকে প্রকাশ করতে পারেন। এ জন্য নিচের কোড p { border-bottom:solid #006699; } পূর্বের পোস্ট: বেশি কিছু না, সিএসএস (CSS) ১০টি টিপস দেখুন [...]


Navigation

[0] Message Index

Go to full version