Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 19, 2012, 05:34:57 AM

Title: উইন্ডোজ সেভেনের কিছু শর্টকার্ট যা আপনার ভ
Post by: bbasujon on January 19, 2012, 05:34:57 AM
Alt + P
কোন ছবির মার্ক করে Alt + P প্রেস করলে তা ডানদিকে প্রিভিউয়ে দেখাবে।

Windows + + (plus key)
উইন্ডোকে ম্যাগ্নিফাই করবে।

Windows + – (minus key)
উইন্ডোকে ডিম্যাগ্নিফাই করে।

Windows + Up
উইন্ডো ম্যাক্সিমাইজড করা না থাকলে উইন্ডোকে ম্যাক্সিমাইজড করবে।

Windows + Down
ম্যাক্সিমাইজড উইন্ডোকে ডিম্যাক্সিমাইজড করে।

Windows + E
অটোমেটিক্যালি নতুন Explorer window ওপেন করবে।

Windows + P
একাধিক মনিটর সংযুক্ত থাকলে কোন মনিটরে দেখবেন বা দুটোতেই দেখবেন কিনা তা নির্ধারন করা যায়।

Windows + [Number]
টাস্কবারে পিনড মেনুগুলো নাম্বার অনুযায়ী ওপেন করে। যেমন ১ নগ এ গমপ্লেয়ার, ২ নং এ ফায়ারফক্স পিনড থাকলে Windows +২ প্রেস করলে ফায়ারফক্স ওপেন হবে।

Windows + Space

অনেকগুলো জিনিস ওপেন থাকা অবস্থায় এটা প্রেস করলে সবগুলোকে মিনিমাইজড করে ধরে রাখবে যতক্ষন না আপনি Windows বাটনটি ছাড়ছেন। Windows প্রেস করে থেকে মাউস ইচ্ছামত যায়গায় নিয়ে যেতে পারবেন।