Author Topic: Update your operating system, Window 7/Vista/XP without internet  (Read 4399 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Update your operating system, Window 7/Vista/XP without internet
« on: February 15, 2012, 07:14:19 AM »
মাইক্রোসফট প্রায়ই নিরাপত্তা এবং অন্যান্য সুবিধার জন্য windows এর আপডেট ছাড়ে। উইন্ডোজ এর এই সকল আপডেট গুলো ছাড়া হয় উইন্ডোজ এর বিভিন্ন প্রকার বাগ ফিক্স করার জন্য। এই আপডেট নিতে আমাদের ইন্টারনেট থাকতে হয় পিসিতে। আজকে আমরা দেখবো কিভাবে ইন্টারনেট কানেকশন ছারায় আমরা আপডেট এর সুবিধা ভোগ করব। এটি করে আপনি microsoft থেকে সরাসরি আপডেট করতে পারবেন না, এজন্য আপনাকে একটা তৃতীয় পক্ষের utility যার নাম Autopatcher ব্যবহার করতে হবে।
AutoPacher দিয়ে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারবেন এবং অফলাইন installation করে আপনার উইন্ডোজ টি আপডেট করে নিতে পারেন।
ইন্টারনেট ছারাই Window 7/Vista/XP আপডেট করুন

    আপনার Pen Drive টি নিয়ে কোন বন্ধু অথবা সাইবার ক্যাফ গিয়ে ডাউনলোড করে নিন auto patcher টি  http://www.softpedia.com/get/System/OS-Enhancements/AutoPatcher-Updater.shtml

    ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ইন্সটল করে চালু করুন এটি

    এখন এটি আপনাকে আপনার উইন্ডোজ বেছে নেবার অপশন দিবে যে কোন একটি সিলেক্ট করে Next দিন

    এবার আপনার উইন্ডোজ এর 32-bit অথবা 64-bit যেটি সাপরত করে সেটি সিলেক্ট করুন। তারপরে Next দিন

    এখন updates ফাইল গুলোর লিস্ট দেখানে আপনাকে।

    লিস্ট এর সব কিছু সিলেক্ট করে Download এ ক্লিক করুন

    এবার ডাউনলোড শেষ হলে ফাইল টি copy/paste করুন আপনার পেন ড্রাইভে

    এবার আপনার বাসায় গিয়ে পেন ড্রাইভ খুলে নিজের পিসিতে উইন্ডোজ এর আপডেট টি ইন্সটল করে নিন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection