Author Topic: সরকারী পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০  (Read 4853 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
সরকারী পরীক্ষা বিষয়ক অপরাধের শাস্তির বিধান করিয়াছে প্রণীত আইন ।

যেহেতু সরকারী পরীক্ষা বিষয়ক অপরাধের শাস্তি বিধান করিয়া আইন প্রণয়ন করা যুক্তিযুক্ত, সেহেতু এতদ্বারা নিম্নলিখিত আইন প্রণয়ন করা হইলঃ

 

ধারা-১ ( সংক্ষিপ্ত শিরোনাম )

এই আইন সরকারী পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ নামে অভিহিত হইবে ।

 

ধারা-২ (সংজ্ঞা )

এই বিষয়ে বা প্রসঙ্গে বিরুদ্ধে কিছু না থাকলে এই আইনে-

(ক) ''বোর্ড'' বলিতে প্রাসঙ্গিক সময়ে যেকোনো প্রকার শিক্ষার সংগঠন, নিয়মিতকরণ, তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ অথবা উন্নয়নের জন্য প্রাসঙ্গিক সময়ে যেকোনো আইনের দ্বারা বা অধীন প্রতিষ্ঠিত বা গঠিত একটি বোর্ড, একদল লোক, কতৃর্পক্ষ বা প্রতিষ্ঠান যে নামই বলা হউক না কেন, তাহা বুঝাইবে ।

(খ) ''পরীক্ষা হল'' অর্থ যে স্থানে বা গৃহে ও উহার লাগোয়া স্থানে সরকারী পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

(গ) ''পরীক্ষাথী'' বলিতে সরকারী পরীক্ষায় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ বিশ্বিবদ্যালয় বা বোর্ড কতৃর্ক যে ব্যক্তির নামে ইস্যুকৃত লিখিত ক্ষমতাপত্র বা যে নামই বলা হউক না কেন সেই ব্যক্তিকে বুঝাইবে ।

ঘ) ''সরকারী পরীক্ষা'' অর্থ যেকোনো প্রকার পরীক্ষা যাহা বিশ্ববিদ্যালয় বা বোর্ড কতৃক অনুষ্ঠিত, নির্বাহিত, নিয়ন্ত্রিত বা সংগঠিত করা হয় ।

(ঙ) ''বিশ্ববিদ্যালয়'' অর্থ প্রাসঙ্গিক সময়ে কোনো আইনের দ্বারা বা অধীন প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় ।

 

ধারা -৩ (সরকারী পরীক্ষায় অপরের চরিত্র গ্রহণ (Personation)

যিনিই হউক না কেন-

(ক) পরীক্ষার্থী না হইয়াও যিনি সরকারী পরীক্ষার সময় নিজেকে একজন পরীক্ষার্থী হিসাবে ঘোষণা বা বিবেচনা করিয়া পরীক্ষা হলে প্রবেশ করেন ।

(খ) অন্য কোনো ব্যক্তির নামে বা কাল্পনিক নামে সরকারী পরীক্ষায় অংশগ্রহণ করিলে, তিনি পাঁচ বত্সর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হইবেন যাহা এক বত্সরের কম হইবে না ।

 

ধারা-৪( সরকারী পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র প্রকাশকরণ বা বিতরণ )

কোনো সরকারী পরীক্ষা অনুষ্ঠিত হইবার পূর্বে যিনিই যেকোনো প্রকার ব্যক্ত করেন, প্রকাশ করেন, বা বিতরণ করেন-

(ক) উক্ত পরীক্ষার জন্য সন্নিবেশিত প্রশ্নযুক্ত যেকোনো প্রকার কাগজ; অথবা

(খ) এইরূপ পরীক্ষার প্রশ্ন আছে মর্মে মিথ্যাভাব বুঝাইবার অথবা এইরূপ পরীক্ষার জন্য যে প্রশ্ন দেওয়া হইয়াছে উহার সহিত হুবহু মিল আছে বিবেচনা করিতে পারে মনে করিয়া কোনো প্রশ্নযুক্ত কাগজ ।

তিনি দশ বত্সর মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবেন যাহা তিন বত্সরের কম হইবে না, এবং তিনি অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন ।

 

ধারা-৫ (কোনো নম্বর ইত্যাদিতে পরিবর্তন বা অন্যায় হস্তক্ষেপ )

যদি কোনো ব্যক্তি আইনগত ক্ষমতা ব্যতীতই সরকারী পরীক্ষা সম্পর্কিত নম্বর, নম্বর ফর্দ টেবুলেশন শীট, সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রী যেকোনো প্রকারে পরিবর্তন করে বা ঐগুলিতে অন্যায় হস্তক্ষেপ করে, তাহা হইলে তিনি চার বত্সর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন ।

 

ধারা-৬ (মিথ্যা নম্বর ফর্দ্দ, সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রী তৈয়ার ইত্যাদি করা )

মিথ্যা জানা সত্ত্বেও অথবা বিশ্বাবিদ্যালয় বা বোর্ড কতৃর্ক ইস্যুকৃত নহে বলিয়া জানা সত্ত্বেও অথবা বিশ্ববিদ্যালয় বা বোর্ড কতৃর্ক ইস্যুকৃত নহে বলিয়া জানা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সরকারী পরীক্ষা সম্পর্কিত নম্বর যদি, সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রী তৈয়ার করে, মুদ্রণ অথবা আইনগত কারণ ব্যতীতই দখলে রাখে তাহা হইলে তিনি দশ বত্স‍র মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে যাহা তিন বত্সরের কম হইবে না এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন ।

 

ধারা-৭ (নম্বর ফর্দ্ধ, সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রীর খালি ফরম দখল )

বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাধীনে যে ব্যক্তির নিকট ইস্যু করা হয় বা অর্পণ করা হয় নাই সেই ব্যক্তি যদি, সরকারী পরীক্ষা সম্পর্কিত কোনো খালি নম্বর ফর্দ, সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রী আইনগত কারণ ব্যতীতই তাহার দখলে রাখেন, তাহা হইলে তিনি দুই বত্সর মেয়াদের কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা এতদুভয়দণ্ডে দণ্ডিত হইবেন।

 

ধারা-৮ (উত্তর পত্রে প্রতিকল্পনা বা সংযোজন )

যদি কেহ সরকারী পরীক্ষা সম্পর্কিত উত্তরপত্রে অথবা উহার কোনো অংশ পরিবর্তন করিয়া অন্য একটি স্থাপন করেন অথবা পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কর্তৃক লিখিত হয় নাই এমন অতিরিক্ত উত্তর সম্বলিত পৃষ্ঠা উত্তর পত্রের সহিত সংযোজন করেন তাহা হইলে তিনি দশ বত্সর মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবেন যাহা তিন বত্সরের কম হইবে না এবং তিনি অর্থদণ্ডে দণ্ডিত হইবেন ।

 

ধারা -৯ (পরীক্ষার্থীদের সাহায্য )

যদি কেহ কোনো পরীক্ষার্থীকে সাহায্য করেন-

(ক) পরীক্ষা হলে লিখিত কোনো উত্তর অথবা কোনো বই অথবা উহার কোনো পৃষ্ঠা অথবা উহার উদ্ধৃতাংশ অথবা লিখিত কাগজ সরবরাহের দ্বারা; অথবা

(খ) মৌখিকভাবে বা যান্ত্রিক উপায়ে উত্তর বলিবার দ্বারা; অথবা

(গ) অন্য যেকোনো উপায়ে তাহা হইলে তিনি পাঁচ বত্সর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হইবেন যাহা দুই বত্সরের কম হইবে না এবং তিনি অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন ।

 

ধারা-১০ (অননুমোদিত ব্যক্তি কতৃর্ক পরীক্ষা পরিচালন অথবা উত্তর পত্র পরীক্ষা)

বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড কতৃর্ক নিয়োজিত বা ক্ষমতাপ্রাপ্ত না হইয়া যদি কেহ পরীক্ষা হলে কোনো সরকারী পরীক্ষা পরিচালনা করেন অথবা সরকারী পরীক্ষা সম্পর্কিত কোনো উত্তর পত্র পরীক্ষা করেন, অথবা যদি কেহ অন্য ব্যক্তির নামে অথবা কাল্পনিক নামে সরকারী পরীক্ষা পরিচালনা করেন, তাহা হইলে তিনি দুই বত্সর মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে, অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন ।

 

ধারা-১১ (পরীক্ষা হলে প্রতিবন্ধক )

যদি কেহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেকোনো উপায়ে--

(ক) সরকারী পরীক্ষায় কর্মরত কোনো ব্যক্তির কর্তব্য কর্মে বাধা প্রদান করেন; অথবা

(খ) সরকারী পরীক্ষা গ্রহণের বাধা প্রদান করেন; অথবা

(গ) পরীক্ষা হলে বিঘ্ন সৃষ্টি করেন, তাহা হইলে তিনি এক বত্সর মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা এতদুভয়দণ্ডে দণ্ডিত হইবেন ।

 

ধারা -১২ ( বিশ্বিবদ্যালয় অথবা বোর্ডের কর্মচারী বা কর্মকর্তা কতৃর্ক অপরাধ )

বিশ্ববিদ্যালয় বা বোর্ডের কর্মকর্তা বা কর্মচারী হইয়া অথবা সরকারী পরীক্ষা সম্পর্কিত কতৃর্ত্ব বা দায়িত্বপ্রাপ্ত হইয়া এই আইনের কোনো অপরাধ করেন, তাহা হইলে তিনি পাঁচ বত্সর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা এতদূভয়দণ্ডে দণ্ডিত হইবেন ।

 

ধারা -১৩ (এই আইনের অধীন কোন অপরাধের সহায়তা অথবা চেষ্টা )

যদি কেহ এই আইনের অধীন কোন অপরাধের সহায়তা বা চেষ্টা করেন, তাহা হইলে তিনি উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত দণ্ডে দণ্ডিত হইবেন৷

 

ধারা-১৪ (পদ্ধতি )

১৮৯৮ সনের ফৌজদারী কার্যবিধিতে (১৮৯৮ সনের ৫নং আইন) যাহাই থাকুক না কেন-

(ক) এই আইনের অধীন কোনো অপরাধ আমলযোগ্য হইবে ।

(খ) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটের আদালত ব্যতীত অন্য কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধের বিচার করিবেন না ।

(গ) সমন মামলার সংক্ষিপ্ত বিচারের জন্য উক্ত বিধিতে যে পদ্ধতি বর্ণিত হইয়াছে এই আইনের অধীন কোনো অপরাধের বিচারকারী আদালত সেইরূপ সংক্ষিপ্ত পদ্ধতিতে অপরাধটির বিচার করিবেন ।

(ঘ) উক্ত বিধিতে যে ক্ষমতা দেওয়া হইয়াছে কোনো আদালত এই আইনের অধীন উহার অতিরিক্ত যেকোনো শাস্তি প্রদান করিতে পারেন ।

 

ধারা-১৫ ( বাতিল এবং সংরক্ষণ )

(১) সরকারী পরীক্ষা (অপরাধ) অধ্যাদেশ, ১৯৮০ একদ্বারা বাতিল করা হইল ।

(২) এইরূপ বাতিল হওয়া সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীন কোনো কিছু করা হইলে বা কোনো ব্যবস্থা গৃহীত হইলে মনে করিতে হইবে যে এই আইনের অনুরূপ বিধানানুসারে করা হইয়াছে বা ব্যবস্থা গৃহীত হইয়াছে ।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection