Daffodil Computers Ltd.

Create your Own Website => HTML, PHP => Topic started by: bbasujon on January 14, 2012, 07:56:29 PM

Title: Drinking bibite add Portal Pages
Post by: bbasujon on January 14, 2012, 07:56:29 PM
আচ্ছা আপনার কি জানেন ব্লগ কি ? আর ফোরাম কি ? যারা জানেন তারা তো জানেনই ।আর যারা না জানি তো চলুন জেনে নেই । ব্লগঃ ব্লগ সাধারনত ওয়ার্ডপ্রেস ,ড্রুপাল ,জুমলা ইত্যাদী ইঞ্জিন দ্বারা তৈরী হয় ।যেমন ,টিউনার পেজ ওয়ার্ডপ্রেসে তৈরী একটি ব্লগ । ফোরামঃ ফোরাম তৈরী হয় পানবিবি , মাই বিবি ,PHP বিবি ইত্যাদী ইঞ্জিন দ্বারা ।যেমনঃ আলোর নিশানপান বিবিতে তৈরী একটি ফোরাম । হ্যা এবার নিশ্চয় বুঝতে পেরেছেন কাকে ব্লগ বলে আর কাকে বলে ফোরাম ? হ্যা যা হোক ।আচ্ছা আমরা যদি সুকুমার রায়ের সেই হাতিমি ,হাসজারু প্রাণী গুলি মতো একটা ব্লগোরাম [ব্লগ+ফোরাম]বানাই তবে কেমন হয় ? আপনারা হয়তো বলবেন ভাল তো হয়ই কিন্তু বানাব কি করে ? এটা কিন্তু খুব সোজা । প্রথমে আপনার ফোরামের হোস্টিং প্যানেলে যান । File maneger>public_html> extension (http://mobilecitys.wapath.com/files/pun_portal.zip) >গিয়ে এই এক্সেটেনশনটাআপলোড করে দেন ।Unzip করে ইনষ্টল করুন । ব্যস এবার দেখুন আপনার পান বিবি তে তৈরী ফোরামটি একটি ব্লগোরামে পরিণত হয়েছে । ভাল লাগলে দয়া করে বাংলাদেশের প্রথম ইসলামিক ও ধর্মভিত্তিক ফোরামে জয়েন করবেন ।ফোরামের ঠিকানাঃ http://alor-nishan.com