Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Attractive Solution for PC => Topic started by: bbasujon on January 10, 2012, 08:08:45 AM

Title: উইন্ডোজ সেভেন এ এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড
Post by: bbasujon on January 10, 2012, 08:08:45 AM
প্রথমে আপনার ডিভিডি রোম এ উইন্ডোজ এর সিডি প্রবেশ করান। তারপর নিচের মত দেখতে পাবেন “Press any key to boot from CD or DVD”।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/rahiullah/79373/1.png)

তারপর আপনার সিডি ইন্সটল শুরু হয়ে যাবে। সময়, ভাষা, ইত্যাদি সিলেক্ট করে “Next” এ ক্লিক করেন।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/rahiullah/79373/2.png)

তারপর নিচের ছবির মত “Repair your Computer” সিলেক্ট করেন।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/rahiullah/79373/3.png)

তারপর যেই অপারেটিং সিস্টেম আপনি ঠিক করতে চান সেটা নির্বাচন করেন। নিচের ছবির মত করে।

(http://techtunes.com.bd/tips-and-tricks/tune-id/79373/4-317/)

এখন সিষ্টেম রিষ্টোর লিঙ্ক এ
(http://techtunes.com.bd/tips-and-tricks/tune-id/79373/5-240/)

ক্লিক করুন ছবির মত। তারপর একটি যে তারিখে আপনার পাসওয়ার্ড হারিয়েছেন তা নির্বাচন করে নিশ্চিত হয়ে নিন। তারপর রিস্টার্ট দিন। ব্যাস কাজ শেষ। ছবি দেখুন।

যদি আপনার কাছে উইন্ডোজ ৭ এর সিডি না থাকে তাহলে “Advanced Boot Option” এ গিয়ে “Repair your computer” নির্বাচন করুন।