Daffodil Computers Ltd.

E-Health / Protect Your Health => E- Health For Child => Topic started by: bbasujon on January 12, 2012, 07:55:34 AM

Title: শিশুদের ঠাণ্ডাজনিত সমস্যা
Post by: bbasujon on January 12, 2012, 07:55:34 AM
ময়মনসিংহ, ত্রিশাল থেকে লিখেছেন রিজিয়া (২৫)। আপনার একমাত্র মেয়ের বয়স ৫ বছর। প্রত্যেক শীতে মেয়ে ডালিয়ার ঠান্ডা লাগে, গলায় ব্যথা হয়, কাশি হয়।

উত্তরঃ শীতকালে আবহাওয়ার তারতম্যের কারণে ঠান্ডা থেকে শিশুদের গলায় ব্যথা, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, কাশি ইত্যাদি হতে পারে। তবে গলায় ব্যথা বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে জীবাণুর সংক্রমণের ফলে গলায় ব্যথা থেকে শিশুদের বাতজ্বর হতে পারে। এছাড়া শীতে শীতে শিশুদের কাশি, গলায় ব্যথা থেকে রক্ষার জন্য গরম কাপড় পরিয়ে রাখতে হবে। সকালে ও রাতে যাতে ঠান্ডা না লাগে তা দেখতে হবে। কাশি, নাক দিয়ে পানি পড়লে বয়স অনুযায়ী এন্টিহিস্টামিন জাতীয় সিরাপ অথবা ট্যাবলেট সেবন করতে হতে পারে। এছাড়া কাশির ধরনও তীব্রতা অনুযায়ী অনেক ক্ষেত্রে এন্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে।

পরামর্শ দিয়েছেনঃ ডাঃ নাসরিন জাহান
দৈনিক ইত্তেফাক, ০৬ জানুয়ারী ২০০৮