Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on February 17, 2012, 08:49:20 AM

Title: Portable YouTube Downloader
Post by: bbasujon on February 17, 2012, 08:49:20 AM
আমরা YouTube থেকে movie বা video দেখতে পছন্দ করি না এম লোক খুজে পাওয়া মুশকিল। কিন্তু অন্যান্য site এর মত YouTube থেকে movie video সহজে download করা যায় না। তবে যাদের IDM আছে তাদের কথা ভিন্ন। তাই YouTube down-loader প্রয়োজন। আবার যারা Cyber Cafe browse করেন তাদের যখন তখন ইউটিউব ডাউনলোডার এর দরকার হতে পারে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি চমৎকার ইউটিউব ডাউনলোডার যার বড় সুবিধা হচ্ছে এটি পোর্টেবল।

অর্থাৎ একে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন। আর এর ব্যবহার বিধিও খুব সোজা। প্রথমে এই লিঙ্ক  (http://www.mediafire.com/?bwwj54efle8ai8x) হতে ডাউনলোডারটি ডাউনলোড করে নিন। এবার ডাউনলোডকৃত জিপ ফাইলটি আনজিপ করুন। এখন আপনার ব্রাউজারের এড্রেস বার হতে ইউটিউবের যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটির URL অর্থাৎ এড্রেসটি কপি করে নিন। এবার আনজিপ করা ফোল্ডারে ঢুকে Youtube Downlo‍ader.exe নামক ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং দেখুন আপনার কপি করা এড্রেসটি ডাউনলোডারটির নির্দিষ্ট স্থানে বসে গেছে। এবার অন্যান্য সেটিং ঠিক করে ডাউনলোড বাটনে ক্লিক করুন। দেখুন আপনার ইউটিউব ভিডিওটি ডাউনলোড হচ্ছে।