Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Attractive Solution for PC => Topic started by: bbasujon on February 16, 2012, 08:43:26 AM

Title: Can easily hide any hard disk drive (without any software!)
Post by: bbasujon on February 16, 2012, 08:43:26 AM
অনেক সময় দেখা যায় নিজের ব্যাক্তিগত কম্পিউটারটি অন্য কেউ ব্যাবহার করার প্রয়োজন হয়ে উঠে। এমন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন, কম্পিউটারে হয়তো আপনার ব্যাক্তিগত কিছু আছে যা অন্য কাউকে দেখতে দিতে চান না। আর এ সমস্যার সমাধান হিসেবে আপনি চাইলে আপনার হার্ড ডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে।
কাজটি যেভাবে করবেনঃ


১। Start Menu > Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।
২। Group Policy নামে একটি Window আসবে।
৩। User configuration > Administrative Templates > Windows Components > Windows Explorer Commend দিন।
৪। ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে।
৫। ড্রাইভগুলো লুকানোর জন্য “Hide these specified drives in My Computer” এ ডাবল ক্লিক করুন।
৬। নতুন একটি Window আসবে সেখানে Enable নির্বাচন করুন।
৭। নিছে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোন একটি অথবা সবগুলো ড্রাইভ Hide করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply > ok করুন।

৮। এবার My Computer খুলে দেখুন ড্রাইভগুলো কোথায় যেন চলে গিয়েছে।
৯। একই নিয়মে ড্রাইভগুলোকে স্থগিত করে রাখতে পারেন।
এর জন্য “Prevent access to drives from My Computer” এ ডাবল ক্লিক করে উপরক্ত ৬ এবং ৭ নং নিয়ম অনুযায়ী কাজটি করে নিতে পারেন।
১০। পূর্বের সেটিংস এ ফিরে যেতে ৬ নং Option এ থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে।