Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Attractive Solution for PC => Topic started by: bbasujon on February 15, 2012, 07:37:13 AM

Title: It looks a little different from Windows xp
Post by: bbasujon on February 15, 2012, 07:37:13 AM
উইন্ডোজ এক্সপির পরে উইন্ডোজ ভিসতা এবং সমপ্রতি উইন্ডোজ ৭ বাজারে এসেছে। কিন্তু উইন্ডোজ এক্সপি ব্যবহার তেমন একটা ভাটা পরেনি। তাই উইন্ডোজ ভিসতার বা উইন্ডোজ ৭ এর কিছু কিছু সুবিধা এক্সপির জন্য আসে। উইন্ডোজ ৭ এর মত টাস্কবার বানাতে পারবেন উইন্ডোজ এক্সপিতেও। এজন্য ViGlance সফটওয়্যারটি চালু করলেই চলবে। ১৯৭ (২৩৬) কিলোবাইটের ফ্রি, বহনযোগ্য এই সফটওয়্যারটি  www.lee-soft.com  থেকে ডাউনলোড করে চালু করুন। এবার দেখুন টাক্সবারের চেহারা।
ভিগ্ল্যান্সে উইন্ডোজ ৭ এর ৪৮×৪৮ সাইজের আইকন, ডাইনামিক প্রসেস গ্রুপিং, ফিডিং স্টার্ট, গ্লাইড ইফেক্টস, রিসোর্স পিএনজি স্ক্রিন, ন্যাটিভ রাইট ক্লিক, ডাইনামিক টাক্সবার ট্র্যান্সফেন্সি, ৬৪ এবং ৮৬ এক্সপিতে ব্যবহারের সুবিধাগুলো রয়েছে। সফটওয়্যারটিকে স্থায়ীভাবে চালু করতে সফটওয়্যারটি কপি করে Start Menu\Programs\Startup এ পেস্ট (শর্টকাট) করুন তাহলে উইন্ডোজ চালু হবার সময় সফটওয়্যারটি চালু হবে।